Pages

Sunday, August 28, 2016

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোচিত সেই ছবির ৪ ছাত্রই এখন প্রতিষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ছবিটি অত্যন্ত পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নস্টালজিয়ায় ফেলে দেয়। এ যেন ক্যাম্পাসের অতি পরিচিত এক‌টি স্মৃতি!! ছবিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৌতূহলেরও শেষ নেই।
দীর্ঘদিন পর ছবির মানুষগুলোর পরিচয় পাওয়া গেছে। পুর‌নো যাত্রী হি‌সে‌বে তখনকার ছাত্র এই চারজনই চবির ৮১ ব্যাচের।
প্রথম জন Nazibul Khan রানা। ওই সময়ের চাকসুর ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে সুইডেনে আছেন। দ্বিতীয় জন খোরশেদ আলম চোধুরী। ওই সময়ের আলাওল হলের এজিএস ছিলেন তিনি। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব এবং প্লানিং কমিশনের সন্মানিত সদস্য।
তৃতীয় জন মশিউর রহমান বেগ (মাসুম)। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টারমিনাল ম্যানেজার ছিলেন তিনি। বর্তমানে ঢাকায় স্থল বন্দরের দায়িত্বে আছেন। আর চতুর্থ জন ব্যাংক কর্মকর্তা।
তথ্য সংগ্র‌হ : Abraul Hasan
শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

No comments:

Post a Comment