Pages

Monday, July 4, 2016

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ভুটানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকেলে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।


রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী রাশিদা খানম এবং সফর সঙ্গীদের বহনকারী দ্রুক এয়ারের একটি ফ্লাইট বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।


রাষ্ট্রপতি ভুটানের রাজা জিগমে খেসার ন্যামঘায়েলের আমন্ত্রণে ১ জুলাই ভুটানে যান।


কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ভুটানের চার্জ দ্য অ্যাফেয়ার্স বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।


এর আগে রাষ্ট্রপতি ২টায় (ভুটানের স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে ভুটান ত্যাগ করেন।


ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত যিশনু রায় চৌধুরী পেরো আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বিদায় জানান।


সফরকালে রাষ্ট্রপতি ভুটানের রাজা এবং বর্তমান রাজার পিতা সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেন।


ভুটানের প্রধানমন্ত্রী, ভুটান জাতীয় পরিষদের স্পিকার লিওনপো জিগমে জ্যাংপো ও জাতীয় পরিষদের চেয়ারম্যান সোনাম কিংগা পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রপতি ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন।

No comments:

Post a Comment