Pages

Sunday, July 10, 2016

জঙ্গি তৈরির জন্য ভারতের এডভেঞ্চার, থ্রিলিং ও অ্যাকশনধর্মী মুভি ও মিউজিক ভিডিওগুলোই দায়ী

খবরঃ  অনেক দিন ধরেই কাশ্মিরে সন্ত্রাসের নতুন মুখ বুরহান মুজাফফর ওয়ানিকে খুঁজছিল পুলিশ। কিন্তু কোন ভাবেই তাকে বাগে আনা যায়নি। পুলিশ তার গোপন ডেরারও সন্ধানও পায়নি। কিন্তু শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কোকেরনাগের বুমডুরা গ্রামে তল্লাশি চালিয়ে বুরহানের খোঁজ পায় পুলিশ। এই গোপন সূত্রটি কে, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বুরহানের এক প্রেমিকাই নাকি পুলিশকে জানিয়েছিলেন তিনি কোথায় রয়েছেন! একটি সূত্র বলছে, কাশ্মিরের এই সুপুরষ জঙ্গির সঙ্গে বহু নারীর সম্পর্ক ছিল। আর সেই একাধিক নারীর সঙ্গে সম্পর্কই কাল হল বুরহানের। জানা গেছে, বুরহানের এক প্রেমিকা তাকে অন্য একটি মেয়ের সঙ্গে মোবাইলে চ্যাট করতে দেখে ফেলেন। সেটা সহ্য হয়নি ওই তার। প্রতিশোধ নিতেই তিনি পুলিশকে বুরহানের গোপন ডেরার সন্ধান দেন। সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে পুলিশ বুমডুরা গ্রাম ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বুরহান ও তার সঙ্গীরা। কিন্তু বন্দুকযুদ্ধে বুরহানসহ তিন জঙ্গি নিহত হয়।   এদিকে, শনিবার বুরহান ওয়ানির শেষকৃত্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহতের পাশাপাশি ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯০ জনের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য।


ভিন্নধর্মী বিশ্লেষণঃ  একটু ভিন্নভাবে দেখলে নিহত এই তরুণের বয়স ২৩-২৫, অত্যন্ত সুদর্শন ঠিক নিচের মিউজিক ভিডিওতে অভিনয় করা যুবকের মত। ভারতের বেশীরভাগ মুভি বা মিউজিক ভিডিওগুলো তৈরী হয় এমনভাবে যেখানে অশ্লীলতার মতো জঙ্গিপনাকেও শিল্প হিসেবে দেখানো হয়। এই সব মুভি দেখে তরুণদের মাঝে একধরনের এডভেঞ্চার, থ্রিলীং ও ফ্যান্টাসীর ঘোর জাগে এবং একসময় তাঁরা সত্যি সত্যিই এই ধরনের হিরোইজমের জন্য সুযোগ পেলেই নিজেদের তৈরি করে ফেলে। হয়ত কাশ্মীরের এই জঙ্গিও ওরকম ফ্যান্টাসী বা  রোমান্টিসিজমের শিকার হয়েছিল, এটা এজন্য ধরে নেওয়া যায় যে তাঁর একজন প্রেমিকা ছিল এবং ওই প্রেমিকাই তাঁকে ধরিয়ে দিয়েছে বলে খবরে জানানো হয়েছে।


দেখে নিন এই ভিডিওটি আবার, দেখুন ভিডিওতে অভিনয় করা সুদর্শন যুবকের সাথে নিহত জঙ্গির কি দারুণ মিল -


https://www.youtube.com/watch?v=XFT2niDEy28

এই ভিডিওটি দিলাম কারণ এটি নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি দেওয়ার একটা স্পেস আছে কিন্তু অন্য হাজারো মুভি বা ভিডিও ভারত তৈরী করছে যেগুলিতে অশ্লীলতার মতো  সরাসরি জঙ্গিপনাকেও- সন্ত্রাস, ড্রাগ-গোন্ডামী-মাস্তানীকেও শিল্পের পর্যায়ে নিয়ে উপস্থাপন করা হচ্ছে, আপনারা হরহামেশা এগুলি দেখতে পাচ্ছেন এবং এটাও দেখতে পাচ্ছেন তরুন-যুবকেরা বাস্তবের মতো অনলাইন-ফেসবুক, ইউটিউবেও এগুলো নিয়ে ঝড় তুলছে।  ফেরত আসি উপরোক্ত ভিডিওতে- অনেকে যুক্তি দিতে পারে, এই ভিডিও তো জঙ্গিবাদের বিপক্ষে করা হয়েছে অর্থাৎ এখানে যুবককে প্রেমিকার আকর্ষণে জঙ্গি পথ থেকে ফিরে আসার আবেদন দেখানো হয়েছে। হ্যাঁ তবে এই পদ্ধতিটিও পরিত্যাহ্য কেননা বস্তুতপক্ষে বাস্তবে এই পদ্ধতিটি কাজ করেনা, হিতে বিপরীত ফল দেয়। ভালবাসায় যেমন না মানে হ্যাঁ ঠিক এই এবস্ট্র্যাক্ট ফ্যান্টাসির পদ্ধতিতেও না মানে হ্যাঁ অর্থাৎ ভালোবাসার মত এটিও ছলনাময়- এখানেও জঙ্গিবাদের দিকে যেতে বারণ করা হলেও আবার জঙ্গিবাদকেই স্বাগত জানাচ্ছে এডভেঞ্চার, থ্রিল, রোমাঞ্চ ও ফ্যান্টাসি রূপে। আধুনিক সভ্যতা এই পদ্ধতিটা প্রয়োগ করে চলেছে কিন্তু এটা ইতোমধ্যেই অর্থহীন ও নিষ্ফল প্রমাণিত হয়েছে, এতেও শুধু মতলববাজদের স্বার্থই হাসিল হয়, উদ্দেশ্য পূরণের ভান করা হয় কিন্তু উদ্দেশ্য আর পূরণ হয়না, বাস্তবতা  থাকে অপরিবর্তিত।

No comments:

Post a Comment