Pages

Friday, July 1, 2016

গোলপাহাড় মোড়ে ২১ দোকানিকে উচ্ছেদের পাঁয়তারা ।| সংবাদ সম্মেলন

গোলপাহাড় মোড়সংলগ্ন মেহেদিবাগ সড়কে ২১টি দোকান ঘর থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদে একটি চক্র পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।


শুক্রবার দুপুরে ভাড়াটিয়াদের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।


লিখিত বক্তব্যে ভাড়াটিয়াদের পক্ষে মো. আলমগীর রাজু বলেন, ২১টি দোকানে ভাড়াটিয়ারা দীর্ঘ ৪০ বছর এবং অনেকে তারও বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন।  অনেকে বংশ পরম্পরায় এখানে ব্যবসা করে আসছে। কিন্তু কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভাড়াটিয়াদের উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে আসছে।  দোকান ছেড়ে দেওয়ার জন্য ভাড়াটিয়াদের হুমকি ধমকি দিয়ে আসছে।  এ চক্রের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাদের হুমকি ধমকি দিচ্ছে।


তিনি বলেন, দোকান খালি না করলে পরিণতি ভয়াবহ হবে এমনকি বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ভাড়াটিয়াদের।


তিনি বলেন, চক্রটি এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করলেও এগুলো খারিজ হয়ে যায়। পরবর্তীতে আপিলও খারিজে করে দেন আদালত।


তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘ নয় দিনের সরকারি ছুটিতে চক্রটি সন্ত্রাসীদের দিয়ে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারে। ফলে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


তিনি বলেন, দোকান থেকে উচ্ছেদ করা হলে পরিবার পরিজন নিয়ে তাদের পথে বসতে হবে।  কারণ এটি তাদের আয়ের একমাত্র পথ।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. ইলিয়াছ চৌধুরী, আমির হোসেন, সজল চৌধুরী, মো. বখতেয়ার, মো. ইউসুফ, মো. রাসেল, আবদুস শুক্কুর সাকিল প্রমুখ।

No comments:

Post a Comment