এর থেকে ভাল সময় বোধহয় হয় না। সদ্যই তিনি জিতেছেন ইউরো। তাই বুঝে-শুনে ‘পেস্তানা’ গ্রুপ তাদের নতুন যে হোটেলগুলি খুলছে, তার নামকরণ করল সি আর সেভেনের নামে।
খুব শিগগিরি উদ্বোধন করা হবে নতুন এই হোটেলগুলোর মধ্যে প্রথমটির। ‘পেস্তানা হোটেল গ্রুপ’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে গাঁটছড়া বেঁধে স্বাভাবিকভাবেই খুশি। শুধু পর্তুগালে নয়, স্পেন, নিউ ইয়র্কেও খোলা হবে ‘সি আর সেভেনের’ নামে হোটেল।
তবে নাম জুড়ে যাওয়া, আর হোটেলের থিম তৈরি তো এক ব্যাপার নয়। তা নতুন হোটেলের থিম কেমন হচ্ছে? জানা গিয়েছে, রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ আর পর্তুগালের বেশ কিছু জার্সি ফ্রেম বন্দী করে টাঙানো থাকবে দেওয়ালে।
তাতে থাকবে রোনাল্ডোর সই। সুইমিং পুলের ধারেও খোদাই থাকবে রোনাল্ডোর নাম। করিডরে পাতা থাকবে সুবজ কার্পেট। অনেকটা সবুজ মাঠের আদলে। থাকবে রোনাল্ডোর ছবিও।
অর্থাৎ হোটেল-সজ্জার সব কিছুইতেই থাকবে সি আর সেভেনের ছোঁয়া। হোটেলে ৪৯টি ঘর রয়েছে। সবমিলিয়ে দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের মন মাতাবেই এই সি আর সেভেন হোটেল, আশা ‘পেস্তানা’ গ্রুপের।
No comments:
Post a Comment