Pages

Friday, July 1, 2016

গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি

রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।


আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়। পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে।


ওই এলাকার এক বাসিন্দা বলেন, অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ তিনি নিজে শুনেছেন। বেশ কিছুক্ষণ গুলি চলার পর পৌনে ১০টার দিকে ওই সড়কে পুলিশ আসতেও দেখেছেন তিনি জানালা দিয়ে। কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। লেকের দিকে একের পর এক গুলির শব্দ।


গুলশান থানার এসআই জাহিদ বলেন, ‘আমরাও গোলাগুলির খবর পেয়েছি। লোক পাঠিয়েছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।’

No comments:

Post a Comment