Pages

Friday, July 1, 2016

হাজিদের জন্য ই-ব্রেসলেট চালু করলো সৌদি


হাজিদের নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী হজে বিশেষ প্রযুক্তির ই-ব্রেসলেট ব্যবহার করবে তারা।




ব্যক্তিগত ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সমৃদ্ধ এই ই-ব্রেসলেট ব্যবহারকারীকে কর্তৃপক্ষের সেবা পেতে এবং তাকে সনাক্ত করতে সাহায্য করবে বলে, সৌদি প্র্রেস এজেন্সির বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা।


সংস্থাটি আরও জানায়, পানি নিরোধক এবং জিপিএস-এর সাথে যুক্ত এই ব্রেসলেটটি হজে আসা ব্যক্তিদের নামাজের সময়, হেল্প-ডেস্কসহ নানাবিধ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে।


প্রতি বছর লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যান। গেল বছরের মতো দুঘর্টনা এড়াতে এবার তাই বিশেষ এই ই-ব্রেসলেট চালু করলো সৌদি কর্তৃপক্ষ।



No comments:

Post a Comment