Pages

Tuesday, July 5, 2016

আগামী দশ বছরের মধ্যে নাকি স্বাভাবিক হয়ে যাবে 'রোবোফিলিয়া' তথা 'যন্ত্রমানবের সঙ্গে লাভ মেকিং'

আগামী দশ বছরের মধ্যে আমরা সবাই রোবোট বা যন্ত্রমানবের সঙ্গে 'লাভ মেকিং'-এ অভ্যস্ত হয়ে যাব বলে দাবি করা হয়েছে 'দ্য মিরর'এ প্রকাশিত একটি প্রতিবেদনে।


ড. ইয়ান পিয়ারসনের একটি গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।


ভবিষ্যতকালে কেমন হবে মানুষের যৌনজীবন সেই সম্পর্কে তৈরি একটি প্রতিবেদনে  পিয়ারসন বলেন, অদূর ভবিষ্যতে নারীদের পক্ষে রোবোটের সঙ্গে রাত্রিযাপন ঠিক ততটাই স্বাভাবিক হয়ে যাবে বর্তমানে পর্ণগ্রাফি দেখা যতটা স্বাভাবিক হয়েছে।


তার দাবি, ২০৫০ সালের মধ্যে মানুষের জায়গা দখল করবে রোবোট, আর ব্যাপারটিকে তিনি 'রোবোফিলিয়া' বলে অভিহিত করেছেন।


পিয়ারসন আরো বলেন, বর্তমান সময়ে অনেক মানুষেরই রোবোটের সঙ্গে যৌন সম্পর্ক গড়তে আপত্তি রয়েছে। কিন্তু যখন এই যন্ত্রমানবের 'আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স' উন্নত ও দৃঢ় আবেগের বন্ধনে আবদ্ধ হবে, তখন মানুষের সঙ্গে দূরত্বটা ধীরে ধীরে ঘুচে যাবে।

No comments:

Post a Comment