দু’এক বছরের মধ্যেই সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাপানের সম্রাট আকিহিতো।
বুধবার জাপানের রাষ্ট্রায়াত্ত সম্প্রচার মাধ্যম এনএইচকে'র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে থাকা ৮২ বছর বয়স্ক সম্রাট আকিহিতো আর সিংহাসনের দায়িত্বে থাকতে চাইছেন না এবং সে লক্ষ্যেই তিনি তার অফিসিয়াল সব কাজকর্ম গুঁটিয়ে আনছেন। তবে সম্রাট তার দায়িত্ব হস্তান্তরের কোনো দিনক্ষণ জানাননি বলে জানিয়েছে এনএইচকে।
২৭ বছর ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসা আকিহিতোর অবসর হবে আধুনিক জাপানের ইতিহাসে এ ধরনের প্রথম ঘটনা।
জানা গেছে, চ্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা সিংহাসনের পরবর্তি সম্রাট হিসেবে দায়িত্ব নেয়ার কাতারে ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোই রয়েছেন প্রথমস্থানে।
১৯৮৯ সালে বাবা হিরোহিতোর স্থলাভিষিক্ত হন সম্রাট আকিহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ থেকে রাজতন্ত্র দূরে রাখায় হিরোহিতো প্রশংসিত হয়েছিলেন।
২০১১ সালে ফুকুশিমায় প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সম্রাট আকিহিতো, যা কখনো দেখা যায় না।
বার্তা সংস্থা এপির মতে, জাপানের সিংহাসন থেকে জীবিত সম্রাটের সরে দাঁড়ানোর ঘটনা সবশেষ ২০০ বছর আগে ঘটেছিল।
No comments:
Post a Comment