গুলশানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক এবং কষ্টের। এর ফলে গোটা জাতি ভীতির মধ্যে পড়ে গেল। এ থেকে উত্তরণে চাই সামাজিক সচেতনতা। এ দায়িত্ব শুধু সরকারের নয়, সমগ্র জনগোষ্ঠির। কারণ, এমন পরিস্থিতি রোধ করা সম্ভব না হলে তার ভিকটিম হতে হবে সকলকেই।’
সোমবার নিউ ইয়র্কে তিনি এসব কথা বলেন।
চিকিৎসার জন্যে সস্ত্রীক নিউ ইয়র্কে অবস্থানরত জেনারেল মঈন উল্লেখ করেন, ‘সন্তানের গতিবিধির ওপর অভিভাবকের নজরদারির প্রয়োজন রয়েছে। তাহলে ভয়ংকর এ পরিণতি হয়তো দেখতে হতো না। আশা করছি, এখন থেকে সকলে সজাগ হবেন।’
একইসাথে গোয়েন্দাদের আরো তৎপর হতে হবে এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক নিবিড় করতে হবে বলেও মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান।
সূত্রঃ মানবকণ্ঠ/এনএস
No comments:
Post a Comment