Pages

Thursday, July 7, 2016

শোলাকিয়া হামলার জেরঃ ভারতীয় স্পেশাল এনএসজি টিম আসছে বাংলাদেশে

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ৩০০ গজ দূরে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। পুলিশের অভিযানে হামলাকারীদেরও একজন নিহত হয়। বিস্ফোরণে আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।


কিশোরগঞ্জে এই বিস্ফোরণের তদন্তের স্বার্থে বাংলাদেশে স্পেশাল এনএসজি টিম পাঠাচ্ছে প্রতিবেশি দেশ ভারত।-খবর পিটিআই সূত্রে৷ এনএসজি টিমের সঙ্গে বাংলাদেশে আসছে ভারতীয় গোয়েন্দা ও ফরেন্সিক বিশেষজ্ঞরাও৷


ভারতীয় এনএসজির একটি সূত্র থেকে জানা গেছে, ভারতীয় গোয়েন্দা বাহিনী ঢাকা পাড়ি দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে বাংলাদেশের তরফে৷ কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করতে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷


তারা আরও জানিয়েছে, যে দলটি ঢাকায় পাড়ি দেবে সেই দলে রয়েছেন বিস্ফোরণ বিশেষজ্ঞ ও জঙ্গি মোকাবিলা সংক্রান্ত যে কোনও অপারেশনে সক্ষম অফিসাররা৷


এদিকে, ১ লা জুলাই গুলশানে বিস্ফোরণে এক ভারতীয়-সহ ২২ জনের মৃত্যুর ঘা শুকানোর আগেই এদিন কিশোরগঞ্জের বিস্ফোরণে কেন্দ্রীয় গোয়েন্দাদের মাথাব্যথা বাড়িয়েছে৷ এনএসজি চায় বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে বিস্ফোরণকারীদের খুঁজে বের করতে।


 

No comments:

Post a Comment