বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এবং বেশীরভাগ সময় সেখানে কাটান। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওতে তিন বাঙালি যুবককে ‘হুমকি বার্তা’ দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনাদের লাইক, শেয়ারের কারণে। তাই দয়া করে লাইক-শেয়ার বন্ধ রাখুন। নিজের ও দেশের নিরাপত্তা নিশ্চিত করুন।
সৌজন্যেঃ পুলিশ সদরদপ্তর
No comments:
Post a Comment