Wednesday, July 13, 2016

জাকির নায়েকের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েক আগামীকাল (বৃহস্পতিবার) স্কাইপির মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে।


চলতি সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আফ্রিকা সফরে যাওয়ার কথা জানান তিনি। জাকির নায়েকের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তি উপস্থিত থাকবেন। বলিউড তারকা, আইনজীবী ও এনজিওর সদস্যরাও থাকবেন।

গত ১ জুলাই ঢাকার গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম গত বছর ভারতের এই বক্তার কথা উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করে। এরপরই সৌদি আরবের মদিনা সফরে থাকা জাকির নায়েক বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে।

এদিকে মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে বলছে, স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (এসআইডি) বিশেষ তদন্ত দল মহারাষ্ট্র সরকারের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। এতে বলা হয়েছে, ভারতে ফিরলে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার করা হবে না।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভারতের ভেতরে এবং বাইরে দেওয়া জাকির নায়েকের শতাধিক ইউটিউব ভিডিও পর্যবেক্ষণ করে দেখেছে এসআইডি। এসআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রসারে নায়েকের বক্তৃতার প্রভাব রয়েছে বলে দাবি ওঠার পর হায়দারাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করেছে।

দেশটির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইংরেজি ভাষী এ ধর্মপ্রচারকের বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ গঠন করা যেতে পারে। কিন্তু তার বক্তৃতা থেকে এ বিষয়ে প্রমাণ পাওয়া সম্ভব নয়। আমরা তার চলাফেরার ওপর নজরে রাখছি। যদি তিনি তার অবস্থান থেকে সরে যান, তাহলে আমরা তখন তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। বর্তমানে তাকে শুধুমাত্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

এর আগে জাকির নায়েকের মুখপাত্র জানান, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি; কারণ মদিনা থেকে দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন জাকির নায়েক।

No comments:

Post a Comment