Monday, July 11, 2016

জঙ্গিবাদবিরোধী সমাবেশ : কঠোর নিরাপত্তা বলয় শহীদ মিনারে

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের আহ্বানে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জঙ্গিবাদবিরোধী সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সকাল থেকে চলছে জোর প্রস্তুতি।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুপুর থেকে এ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একাধিক প্রবেশপথে মেটাল ডিটেক্টর আর্চওয়ে বসানো হচ্ছে। তল্লাশি করে তবেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হবে।

পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন বলে তারা জানান। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শহীদ মিনার ও আশেপাশের এলাকায় মাইক লাগাচ্ছেন শ্রমিকরা।

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা হাতে বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা ১৪ দলের।

No comments:

Post a Comment